রোহিঙ্গা শ্রমিক দিয়ে করা হচ্ছে শেড নির্মাণ কাজ
ই-বার্তা ডেস্ক।। কক্সবাজার-টেকনাফ সড়কের পাশে বালুখালী ২নং ক্যাম্পসহ বেশ কয়েকটি ক্যাম্পে রোহিঙ্গা শ্রমিক দ্বারা শেড নির্মাণ করা হচ্ছে।
বিদেশি এনজিও তুর্কি’র অর্থায়নে এসব শেড নির্মাণে দৈনিক ৪০০-৫০০ টাকা মজুরিতে ৫ শতাধিক রোহিঙ্গা শ্রমিক কাজ করছেন।
তুর্কির অর্থায়নে সহস্রাধিক ঘর নির্মাণের কাজ চলছে। কাজে নিয়োজিত সবাই রোহিঙ্গা। রোহিঙ্গা শ্রমিক আবু বক্কর ছিদ্দিক মাঝি জানান, ৫ শতাধিক শ্রমিক কাজ করছেন। প্রত্যেককে পারিশ্রমিক হিসেবে ৪০০-৫০০ টাকা দেয়া হয়।
রোহিঙ্গা শ্রমিক ছৈয়দ কাশেম বলেন, তারা তুর্কির সঙ্গে চুক্তিতে কাজ করছেন। ১০ হাত বাই ৮ হাত দৈর্ঘ্য প্রস্থের প্রায় সহস্রাধিক ঘর নির্মাণ করা হবে বালুখালী ২নং ক্যাম্পসহ অন্যান্য ক্যাম্পে।
স্থানীয় অনেক গরিব, অসহায় লোকদের অনেকেই বেকার থাকলেও তাদের কাজে লাগানো হচ্ছে না। এ ব্যাপারে জানতে তুর্কির ঠিকাদার কুতুব উদ্দিনের মোবাইল নাম্বারে একাধিকবার কল করা হয়েছে। কিন্তু তিনি রিসিভ করেননি।
ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম