লালবাগে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ই- বার্তা ডেস্ক।। রাজধানীর লালবাগে মাদকবিরোধী অভিযানে ৯০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০।
আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে আটক করা হয়।
আটক ব্যাক্তির নাম মো. সাদেক (৩০)। তিনি বংশাল নয়াবাজারের সামছাবাদ এলাকার মৃত সাইজুদ্দিনের ছেলে।
এই বিষয়ে র্যাব-১০’র কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মেজর সৈয়দ ইমরান হোসেন জানান, গোপন তথ্য ছিল মাদক কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন লালবাগে অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে অভিযানে গিয়ে লালবাগ থেকে ৯০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. সাদেককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও নগদ ৮০০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক সাদেক দীর্ঘদিন ধরে গাঁজার মতো মাদক বেচাকেনা করে আসছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম