লাল বলের চেয়ে অনেক বেশি বাউন্স করবে গোলাপি বল
ই- বার্তা ডেস্ক।। আর মাত্র দুদিন পর প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেনে ২২ নভেম্বর অনুষ্ঠিতব্য ম্যাচটিতে গোলাপি বলের বিপক্ষে ব্যাটসম্যানেরা ক্রিজে যে খুব একটা স্বস্তিতে সময় কাটাবেন না, সেটা অনুশীলনেই বোঝা গেল। কারণ বাউন্স সামালতে হবে ইমরুল কায়েসদের।
লাল বলের চেয়ে অনেক বেশি বাউন্স করে গোলাপি বল। ইডেনে সম্প্রতি যে রকম উইকেট তৈরি করা হচ্ছে, তাতে গোলাপি বল ভয়ঙ্কর নড়াচড়া করতে পারে।
ভারতের প্রথম দিনের ঐচ্ছিক অনুশীলনে স্পষ্ট হয়ে গেছে ব্যাপারটা। ভারতের অনুশীলনে থ্রো-ডাউন নেওয়ার সময় সুইংয়ে বারবার পরাস্ত হচ্ছিলেন চেতেশ্বর পূজারা। সমস্যা দেখা যাচ্ছিল বাউন্সের বিরুদ্ধেও।
লাল বলের চেয়ে অনেক বেশি বাউন্স করে গোলাপি বল। তিনটি বল গুড লেংথ থেকে এমন অসমান বাউন্স করল যে, কোনোরকমে মাথা বাঁচালেন ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান পূজারা।
থ্রো-ডাউনের বিরুদ্ধেই যে রকম সুইং করছে, তা দেখে আন্দাজ করাই যায় ম্যাচেও খুব একটা পার্থক্য হবে না।