লিবিয়ায় সেনা ঘাঁটিতে বিমান হামলায় ২৮ জন নিহত
ই-বার্তা ডেস্ক।। লিবিয়ার রাজধানী ত্রিপোলির আল হাদবা এলাকায় একটি সেনা ঘাঁটিতে হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন।
লিবিয়ার সরকার সমর্থিত সেনাদের পক্ষ থেকে বলা হয়, সেনা ঘঁটিটিতে বিমান হামলা চালানো হয়েছে। আর এজন্য খলিফা হাফতার বাহিনীর নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল বাহিনীকে দায়ী করা হচ্ছে। তবে এই হামলার কথা অস্বীকার করেছে লিবিয়ান ন্যাশনাল বাহিনী।
হামলার বিষয়ে সরকার সমর্থিত ন্যাশনাল অ্যাকর্ড গভর্নমেন্ট বা জাতীয় ঐকমত্যের সরকার (জিএনএ)-এর স্বাস্থ্যমন্ত্রী হামিদ বিন ওমার রয়টার্সকে বলেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। ত্রিপোলীর অ্যাম্বুলেন্স সেবাদানকারী ওসামা আলী বলেন, মরদেহগুলো ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। একারণে মরদেহের সংখ্যা নির্ধারণ করা কষ্টসাধ্য হচ্ছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক ত্রিপোলি ও এর আশপাশের এলাকায় বেশ কয়েকটি বিমান হামলার ঘটনা ঘটেছে। শহরটি সরকার সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও গত এপ্রিল থেকে এটি দখলের চেষ্টা চালাচ্ছে লিবিয়ান ন্যাশনাল আর্মি।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু