লেবাননে বিক্ষোভকারীদের ওপর হিজবুল্লাহর হামলা
ই-বার্তা ডেস্ক।। লেবাননে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর আবারও হামলা চালিয়েছে হিজবুল্লাহ ও আমাল গোষ্ঠীর সদস্যরা। এতে কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন।
সোমবার সকালে লেবাননের রাজধানী বৈরুতে গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক দখল করেন সরকারবিরোধী বিক্ষোভকারীরা। খবর আনাদোলুর। তখন ইরানসমর্থিত হিজবুল্লাহ ও আমাল সংগঠনের সদস্যরা লোহার রড নিয়ে বিক্ষোভকারীদের আক্রমণ করেন। এ সময় দাঙ্গা পুলিশ ও নিরাপত্তা বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে। এ ছাড়া তারা দুপক্ষের মধ্যে দাঁড়িয়ে সংঘর্ষ বন্ধ করার চেষ্টা করে। তার পরও ঘণ্টার পর ঘণ্টা পাথর ছোড়াছুড়ি করে দুপক্ষ।
বিক্ষোভকারীদের ওপর এর আগেও একাধিকবার হামলা চালিয়েছেন হিজবুল্লাহর সদস্যরা। তখন বৈরুতে বিক্ষোভকারীদের প্রধান ক্যাম্পে হামলা চালিয়ে তাতে আগুন ধরিয়ে দিয়েছিলেন তারা। এমনকি বিক্ষোভকারীদের মারধর করে সরকারের পক্ষে স্লোগান দিতেও দেখা গেছে তাদের। গত পাঁচ সপ্তাহ ধরে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল লেবানন। ২৯ অক্টোবর বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি।