লোকমান বহিষ্কার না হওয়ায় বিসিবির সুনাম ক্ষুণ্ন হচ্ছে: সাবের হোসেন
ই-বার্তা ডেস্ক।। ক্যাসিনোর কাণ্ডে অভিযুক্ত বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া এখনো ক্রিকেট বোর্ড থেকে সাময়িকভাবে বহিষ্কার না হওয়ায় বিস্মিত সাবেক বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরী।
তিনি বলেন, এ ঘটনায় ক্রিকেট বিশ্বে বিসিবির সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলেও মন্তব্য করেন । এছাড়াও অন্য বোর্ড পরিচালকদের বির্তকিত ঘটনায় নাজমুল হাসান পাপনের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সাবের হোসেন। সাবের হোসেন বলেন, লোকমান হোসেন ভূঁইয়া বিসিবির প্রভাবশালী বোর্ড পরিচালকদের একজন। দেশে চলমান শুদ্ধি অভিযানে নিজ ক্লাব মোহামেডানে ক্যাসিনো অপকর্মে জড়িয়ে এখন আছেন কারাগারে। ক্যাসিনো হোতা লোকমান আটকের ৩৫ দিন পেরিয়েছে। এ নিয়ে ক্রিকেট বোর্ডে সমালোচনার ঝড় বইয়ে গেছে।
তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত বিচারের কার্যক্রম শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত তাকে (লোকমান) সাসপেন্ড করা উচিত। ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের ক্ষেত্রে কী হয়েছিল? তখন তো কোনও সুনির্দিষ্ট অভিযোগ আসেনি। তারপও তার বিরুদ্ধে তড়িতগতিতে ব্যবস্থা নেওয়া হল। এখন লোকমানের ক্ষেত্রে কেন অনীহা।