লোকসভা নির্বাচনে তৃণমূল নেতা-কার্মীর উপর হামলা
ই-বার্তা ডেস্ক।। ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টা আগেই কোচবিহারের মাথাভাঙায় তৃণমূল সমর্থকদের উপর হামলা চালিয়েছে দিল্লির ক্ষমতাসীন বিজেপি। এমনতাই অভিযোগ করেছে তৃণমূল নেতারা।
বুধবার রাত বারোটা নাগাদ মাথাভাঙার পচগড়া গ্রাম পঞ্চায়েতের ফকিরকুঠি এলাকায় তৃণমূলের একদল বাইক আরোহী সমর্থকের উপর হামলা করা হয়। অভিযোগ বিজেপি সমর্থকরাই ওই হামলা চালিয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ওই হামলায় গুরুতর আহত হয়েছেন পঞ্চায়েত প্রধান অতুল দাস। আহত হয়েছেন তৃণমূলের আরও কয়েকজন নেতাকর্মী। এলাকায় বাইক নিয়ে টহল দেওয়ার সময় ওই হামলা চালানো হয়। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, লাঠি নিয়ে তাদের কর্মী-সমর্থদের ওপরে এই হামলা চালিয়েছে বিজেপি সমর্থকরা।
হামলার ব্যাপারে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, ওরা কাল রাতে আমাদের পঞ্চায়েত প্রধানকে মেরেছে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু