লোকসভা নির্বাচন জরিপে এগিয়ে মোদি
ই-বার্তা।। ভারতের আগামী লোকসভা নির্বাচনের খুব বেশি দিন নেই, ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এই নির্বাচন। সাত দফায় হবে এই ভোট। এ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান জরিপ চালিয়ে আসছে। এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর চেয়ে এগিয়ে আছেন।
গত ১৪ মার্চ পর্যন্ত সি ভোটার জরিপে প্রধানমন্ত্রী মোদির প্রতি জনসমর্থন আছে ৫৬ ভাগ। রাহুল গান্ধীর এর চেয়ে অনেক কম।
প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির ক্ষেত্রে খুব একটা পরিবর্তন হয়নি। ৫০ ভাগ মানুষ খুবই সন্তুষ্ট। ৪০ ভাগের বেশি মানুষ মনে করেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের মধ্যে ভাল বোঝাপড়া আছে।