শাজাহান খানের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ই-বার্তা।।  পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান খাঁন কামাল।বৈঠকে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, আইজিপি জাভেদ পাটোয়ারী, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া উপস্থিত রয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে বুধবার (১ আগস্ট) বেলা একটায় বৈঠক শুরু হয়েছে।

 

পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাসহ অন্য নেতারা বৈঠকে অংশ নিয়েছেন।সঙ্গত, রবিবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে সজীব এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মিম নিহত হন।

 

এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। পথচারীরা সঙ্গে সঙ্গে আহতদের নিকটস্থ কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে ভর্তি করা হয়। এরপর গত তিন দিন ধরে রাজধানীতে সড়ক দখল করে বিক্ষোভ করে আসছে শিক্ষার্থীরা।