শিক্ষকের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ
ই-বার্তা ডেস্ক ।। ময়মনসিংহের ধোবাউড়ায় সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার গোয়াতলা ইউনিয়নের ঘাগডিয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গোয়াতলা-তালতলী রাস্তার একটি বড় আকাশি গাছ কেটে ফেলেন বওলা কলেজের শিক্ষক আব্দুল হালিম।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ গাছটি ঘাগডিয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল মিয়া জানান, জায়গাটি বিদ্যালয়ের কি না, তা সঠিক জানেন না তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করতে দেওয়া হয়েছে।
ই-বার্তা / তামান্না আলী প্রিয়া