শিলাবৃষ্টির ব্যাপক তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সিলেট
ই-বার্তা ডেস্ক।। সিলেটে কালবৈশাখি ঝড়ের সময় শিলাবৃষ্টি ব্যাপক তান্ডব চালিয়েছে। সিলেট নগরী ও আশেপাশের উপজেলায় চলা প্রায় ১৫ মিনিটের কালবৈশাখি ঝড়ের সময় বড় বড় শিলাখণ্ডের আঘাতে অনেকের বাসাবাড়ি ও গাড়ির কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বড় বড় শিলাখণ্ড দেখে আঁতকে ওঠেন অনেকেই। ছবি: সংগৃহীত।
রোববার (৩১মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কালবৈশাখি ঝড় শুরু হলে এটি প্রায় ১৫ মিনিট স্থায়ী হয়।
সিলেট নগরীর মিরবক্সটুলা এলাকার বাসিন্দা নাহিদ আহমদ ঢাকা পোস্টকে বলেন, ঝড়ের সাথে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। এতে আমার গাড়ির গ্লাসের অনেক ক্ষতি হয়েছে।
সিলেট নগরের লালাদিঘির পার এলাকার ফার্মেসী ব্যবসায়ী সিরাজুল ইসলাম সুমন ঢাকা পোস্টকে বলেন, আমি ফার্মেসিতে বসে ছিলাম। কালবৈশাখি ঝড়ের সময় অনেক বৃহদাকার সাইজের শিলা পড়েছিল। আমি কখনো এতো বড় আকারের শিলা দেখিনি।
সিলেট সদর উপজেলার বাসিন্দা সংবাদকর্মী মতিউর রহমান বলেন, শিলাবৃষ্টিতে আমার ঘরের নতুন টিনের ক্ষতি হয়েছে। প্রচণ্ড গতিতে ওপর থেকে পড়া এসব শিলা আমার ঘরের টিন ভেদ করে ঘরে প্রবেশ করে।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, বছরের এই সময়ে ঝড়ের সঙ্গে বৃষ্টিকে কালবৈশাখি বলা হয়ে থাকে। কালবৈশাখিতে সাধারণত শিলাবৃষ্টি হয়।