শীগ্রই চালের দাম কমবেঃ বাণিজ্যমন্ত্রী

ই-বার্তা ডেস্ক।।  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, দেশের বাজারে চালের দাম আগামী এক সপ্তাহের মধ্যেই কমে আসবে।  

নতুন বাণিজ্যমন্ত্রী বলেছেন, ‘নির্বাচনের জন্য মাঝখানে ২/৩ দিনের যানবাহনে সমস্যা ছিলো।  এ কারণে চালের দাম বেড়েছে।  আমি ও খাদ্যমস্ত্রী বৃহস্পতিবার মিল মালিক, ধান ব্যবসায়ীসহ অন্যদের সঙ্গে বসেছিলাম।  তারা কথা দিয়েছে সপ্তাহ খানেকের মধ্যে চালের দাম কমে আসবে।’

বাণিজ্য ঘাটতি প্রসঙ্গে তিনি বলেন, ‘গত ১০ বছরে বাণিজ্যে অনেক উন্নতি হয়েছে।  এখন আমাদের চীন ও ভারতের বাজার ধরার ইচ্ছা রয়েছে।  এ দুটি দেশ আড়াইশ কোটি মানুষের দেশ।  গার্মেন্টস সেক্টরে রপ্তানী বাণিজ্য ২০২১ সালের মধ্যে ৬০ বিলিয়ন ডলার টার্গেট করেছি। আশা করছি আমরা এ দুই দেশের বাজার ধরতে পারলে রপ্তানিতে আমদের টার্গেট পুরণ হবে।  পাশাপাশি ইন্দোনেশিয়া ২৫ কোটি মানুষের দেশ।  সেখানে আমরা রপ্তানি বাণিজ্য করার উদ্যোগ নিয়েছি।  এটি সফল হলেও আমাদের বানিজ্য ঘাটতি কমে আসবে।’

এর আগে দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলে অংশগ্রহন করেন।  পরে মন্ত্রী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধের বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করেন এবং সেখানে রক্ষিত পরিদর্শণ বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

ই-বার্তা/ মোঃ সালাউদ্দিন সাজু