শুরু থেকেই ভিসির আচরণ সন্দেহজনক ছিলঃ আবরারের মা
ই-বার্তা ডেস্ক।। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম বাড়িতে এসেও দেখা না করে চলে যাওয়ায় খুবই মর্মাহত হয়েছেন নিহত আবরার ফাহাদের পরিবার।
ফাহাদের মা রোকেয়া বেগম জানান, আমি ফাহাদের মা বলছি। ভিসি আমার বাড়ির মেহমান, তার নিরাপত্তার দায়িত্ব আমি নিজেই নিতাম। প্রয়োজনে আমি আল্লাহর নিকট সাহায্য চাইতাম। গ্রামবাসী ভিসিকে অসম্মান করাতো না।
তিনি বলেন, ভিসির আচরণ প্রথম থেকেই রহস্যজনক মনে হয়েছে। উনি এত কষ্ট করে এসে আমাদের সঙ্গে দেখা না করে চলে গেলেন আর পুলিশ আমার ছেলেকে আঘাত করল আর অন্য বেটার বউয়ের শ্লীলতাহানি করল। এর বিচারের দাবি জানাই।
গত রোববার রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ডেকে নিয়ে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা তার উপর নির্যাতন চালায়। নির্যাতনের মুখে তিনি রাতেই মৃত্যু বরণ করেন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু