শোয়েবের চোখে বিশ্বকাপে সেরা অধিনায়ক মাশরাফি
ই-বার্তা।। এবারের বিশ্বকাপ হবে ১০ দলের অংশগ্রহণে, ইতিমধ্যে প্রতিটি দল চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করায় ১০ অধিনায়ক পেয়ে গেছে ২০১৯ আসর। এদের মধ্যে বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজাকে সেরা অধিনায়ক হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার।
এবারের বিশ্বকাপে সবচেয়ে অভিজ্ঞ দল বাংলাদেশ। সেই দলটিকেই নেতৃত্ব দেবেন মাশরাফি। ২০১৫ সালে দ্বিতীয় মেয়াদে অধিনায়কত্ব পাওয়ার পর ক্রিকেট বিশ্বে টাইগারদের উচ্চাসনে বসিয়েছেন তিনি। নড়াইল এক্সপ্রেস ছাড়া এবারের আসরে কোনো অধিনায়কই টানা দ্বিতীয়বার দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন না।
মাশরাফির হাত ধরেই ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল এবং গেল বছর এশিয়া কাপের ফাইনালে খেলে বাংলাদেশ। সার্বিক বিচারে কোহলি-মরগানদের চেয়ে মাশরাফিকে একধাপ ওপরে রাখছেন শোয়েব।
সম্প্রতি পিটিভি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমার মতে; ইংল্যান্ড বিশ্বকাপের সেরা অধিনায়ক মাশরাফি। তবে টাইগারদের বেশি উচ্চাভিলাষী হওয়া যাবে না। নিজেদের সেরা খেলাটা খেলতে হবে। তা হলেই বিশ্বমঞ্চে ভালো করবে তারা।
আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে এবারের ক্রিকেটের বৈশ্বিক আসর। আর ২ জুন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে দ্বাদশতম টুর্নামেন্টের অভিযানে নামবে মাশরাফি বাহিনী।