শ্বেতাঙ্গ জাতীয়তাবাদের প্রচারণা বন্ধ করল ফেসবুক
ই-বার্তা ডেস্ক।। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলা চালানোর সময় ঘাতক ব্রেনটন টেরেন্টের ফেসবুক লাইভ কেন প্রচার করেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক সে বিষয়ে নানা প্রশ্ন উঠেছে। এ প্রেক্ষিতে শ্বেতাঙ্গ বর্ণবাদের ‘স্তুতি বা প্রশংসা, সমর্থন এবং প্রতিনিধিত্বমূলক’ কোন ধরণের পোষ্ট ব্লকের ঘোষণা দিয়েছে ফেসবুক।
এ বিষয়ে ফেসবুক তিন মাস পর্যালোচনা করেছে জানিয়ে ওই ব্লগ পোস্টে বলা হয়, ‘সুশীল সমাজ এবং একাডেমিকদের সঙ্গে তিন মাস আলোচনার পর সংস্থাটি বুঝতে পেরেছে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদকে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ ও সংগঠিত ‘হেট ক্রাইমে’র থেকে আলাদা করা যাবে না।
বিবিসি বাংলার খবরানুযায়ী, বুধবার এক ঘোষণায় ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে শ্বেতাঙ্গ বর্ণবাদের প্রশংসা, সমর্থন এবং প্রতিনিধিত্বমূলক’ কোন ধরণের পোস্টই আর এ মাধ্যমে শেয়ার করা যাবে না।
এ বিষয়ে ফেসবুক তিন মাস পর্যালোচনা করেছে জানিয়ে ওই ব্লগ পোস্টে বলা হয়, ‘সুশীল সমাজ এবং একাডেমিকদের সঙ্গে তিন মাস আলোচনার পর সংস্থাটি বুঝতে পেরেছে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদকে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ ও সংগঠিত ‘হেট ক্রাইমে’র থেকে আলাদা করা যাবে না।
এদিকে ফরাসী মুসলমানদের প্রতিনিধিত্বকারী একটি গ্রুপ ওই ফুটেজ ব্যবহারের জন্য ফেসবুক এবং ইউটিউবের প্ল্যাটফর্ম ব্যবহার করার কারণে তাদের বিরুদ্ধে মামলা করছে।