শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ৭ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
ই-বার্তা।। বকেয়া বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। পরে দীর্ঘ চেষ্টায় প্রায় ৭ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় শুক্রবার সকাল থেকে এলিগেন লিমিটেড নামে কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে তীব্র যানজট সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, শুক্রবার হোতাপাড়া এলাকায় এলিগেন লিমিটেড কারখানার শ্রমিকরা ভাঙা মাসের বকেয়া বেতন ও বোনাস দেয়ার কথা ছিল।
কিন্তু কর্তৃপক্ষ তা না দিয়ে টালবাহানা শুরু করে। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসে এবং সড়ক অবরোধ করে রাখে। এ সময় ওই মহাসড়কের সব যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ ও জেলা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং দুপুর পৌনে ৪টার দিকে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ই-বার্তা/ডেস্ক রিপোর্ট