শ্রীনগর কলেজ ছাত্রলীগের উদ্যেগে শ্রীনগরে ক্রিকেট টুর্নামেন্ট
ই-বার্তা ডেস্ক।। মাদকমুক্ত এবং ক্রীড়াবান্ধব সমাজ গঠনে অনেক আগে থেকেই কাজ করে যাচ্ছে শ্রীনগর কলেজ শ্রীনগর। তারই অংশ হিসেবে এবার ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে সংগঠনটি।
ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে টুর্নামেন্টের নাম রাখা হয়েছে ভাষা শহীদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। ১৫ ওভারের এই টুর্নামেন্টের পুরস্কার হিসেবে থাকছে ১২সিএফটি ফ্রিজ। টুর্নামেন্টির সার্বিক দায়িত্বে আছেন শ্রীনগর সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিমন।
২৫ জানুয়ারী থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে প্রতিদিন থাকবে দুটি করে ম্যাচ। প্রথম ম্যাচটি শুরু হবে সকাল ৯ টা ৩০ এবং ২য় ম্যাচটি শুরু হবে দুপুর ২ টা ৩০ মিনিটে।
ই-বার্তা/ মাহারুশ হাসান