শ্রীলংকার চেয়ে পাকিস্তান ভালো দলঃ সরফরাজ
ই-বার্তা ডেস্ক।। শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদ বলেছেন, টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে শ্রীলংকার চেয়েও ভালো দল পাকিস্তান।
সবশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারী শ্রীলংকার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পায় পাকিস্তান। আজ থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেছেন, টি-টোয়েন্টিতে শ্রীলংকার চেয়ে আমরা বেটার দল।
সমীকরণও তাই বলছে। আইসিসির র্যাংকিংয়ে টি-টোয়েন্টিতে ২৮৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তান। ২৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইংল্যান্ড, ২৬২ পয়েন্ট নিয়ে তিনে দক্ষিণ আফ্রিকা। আর ২২৯ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বর পজিশনে পড়ে আছে শ্রীলংকা।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু