শ্রীলঙ্কায় মুসলিম ভোটারদের বহনকারী বাসে বন্দুকধারীদের হামলা
ই- বার্তা ডেস্ক।। শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমাঞ্চলে সংখ্যালঘু মুসলিম ভোটারদের বহন করা গাড়ি বহরে হামলা চালিয়েছে বন্দুকধারীরা।
আজ শনিবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরুর স্বল্প সময় আগে এ হামলা চালানো হয়। পুলিশ একথা জানিয়েছে। বাসে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও এক পুলিশ কর্মকর্তা জানান, হামলাকারীরা রাস্তার ওপর টায়ারে আগুন ধরিয়ে দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভোটার বহন করা শতাধিক বাসের ওই বহরে হামলা চালায়।
কলম্বোর প্রায় ২৪০ কিলোমিটার উত্তরের তান্তিরিমালের এক পুলিশ কর্মকর্তা বলেন, বন্দুকধারীরা গাড়ি বহর লক্ষ্য করে গুলি চালায় এবং ইট-পাথর ছুঁড়ে মারে। এতে কমপক্ষে দু’টি বাসে গুলি লাগে। তবে আমরা এ হামলায় হতাহতের কোন খবর পাইনি।