সংসদে বিরোধীদল না থাকলে সংসদ মানায় না: নাসিম
ই-বার্তা ডেস্ক ।। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম মন্তব্য করেছেন যে, সংখ্যায় যতই কম হোক না কেন সংসদে বিরোধীদল না থাকলে সংসদ মানায় না।
গতকাল রোববার বিকালে মনসুর নগর থানা এইচইডি ইন্সপেকশন বাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় নাসিম বলেন, বিএনপি মেরুদণ্ডহীন রাজনৈতিক দল। তারা নির্বাচনেও থাকে না, কর্মসূচি দিয়েও জনগণের সাড়া পায় না। আবার সংসদেও যেতে চায় না।
নাসিম আরও বলেন, মন্ত্রী না থাকলেও এলাকার উন্নয়নে কোনো প্রভাব পড়বে না। কারণ আওয়ামী লীগই ক্ষমতায় আছে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাই সরকারপ্রধান আছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে।
নিমার্ণাধীন শেখ হাসিনা নার্সিং ইন্সটিটিউট চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন এইচইডির নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন। সভাটি পরিচালনা করেন মনসুর নগর থানা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর লতিফ তারিণসহ মনসুর নগর থানা আওয়ামী লীগের নেতারা।
ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম