সমস্ত বাঁধা-বিপত্তি অতিক্রম করে বিএনপি উঠে দাঁড়িয়েছেঃ ফখরুল
ই- বার্তা ডেস্ক।। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে, ‘বারবার বিএনপিকে ভেঙে ফেলতে চেয়েছে, নিশ্চিহ্ন করতে চেয়েছে কিন্তু সমস্ত বাঁধা-বিপত্তি অতিক্রম করে বিএনপি ঠিকই উঠে দাঁড়িয়েছে।
গতকাল বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় ফখরুল বলেন, কখনও অন্যায়ের কাছে ন্যায়ের পরাজয় হতে পারে না। যেটা হয় সেটা সাময়িক হতে পারে। অবশ্যই ন্যায়ের জয় হবেই, সত্যের জয় হবেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে, গণতন্ত্রকে মুক্ত করে, বিএনপি আবার উঠে দাঁড়াতে সক্ষম হবে- এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি।’
মির্জা ফখরুল বলেন, ‘আজকে দেশনেত্রীর মুক্তিই আমাদের কাছে প্রধান দায়িত্ব ও কর্তব্য। সেই মুক্তির জন্য আমাদের সংগঠিত হয়ে জনগণকে সঙ্গে নিয়ে এগোতে হবে। তিনি মুক্ত হলে গণতন্ত্রের মুক্তি অবশ্যম্ভাবী হবে। এজন্য জনগণকে সঙ্গে নিয়ে তীব্রভাবে আমাদের আন্দোলনে যেতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় অত্যন্ত সঠিকভাবেই আমাদের অঙ্গ সংগঠনগুলোকে পুনর্গঠিত করবার কাজ শুরু করেছেন, সক্রিয় করবার কাজ শুরু করেছেন, বিএনপির সাংগঠনিক জেলাগুলোকে সক্রিয় করবার কাজ শুরু করেছেন। আমার বিশ্বাস যে, অতি অল্প সময়ের মধ্যেই আমাদের এই সংগঠন আবার তার নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবেই। অনেক ঝড় গেছে, অনেক ঝঞ্ঝা গেছে, অনেক সমস্যার সৃষ্টি হয়েছে তার মধ্যেও বিএনপি কিন্তু উঠে দাঁড়িয়েছে সবসময়।’
‘নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য’ এর উদ্যোগে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় সাবেক ছাত্র নেতা শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, খায়রুল কবির খোকন, মোস্তাফিজুর রহমান বাবুল, সাইফুদ্দিন আহমেদ মনি, খন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান, শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, কামরুজ্জামান রতন, হাবিবুল ইসলাম হাবিব, আব্দুল আউয়াল খান, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, ওমর ফারুক শাফিন, ছাত্রদলের সহ সভাপতি এজমল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম