সম্রাট গ্রেফতার হবে কিনা ধৈর্য ধরলেই জানা যাবে: র্যাব ডিজি
ই- বার্তা ডেস্ক।। র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ জানিয়েছেন, ক্যাসিনোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা সম্রাট গ্রেফতার হবে কিনা সেটি ধৈর্য ধরলে জানা যাবে।
আজ শুক্রবার (৪ অক্টোবর) সকালে বনানী দুর্গাপূজার মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষেণে এসে র্যাবের মহাপরিচালক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
র্যাব ডিজি বলেন, ‘শুদ্ধি অভিযানে কারা গ্রেফতার হবে, কারা গ্রেফতার হবে না সেটা আমাদের দেখার বিষয় না। যাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাদের গ্রেফতার করা হবে।’
সম্রাট এখন কোথায় এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি সুনির্দিষ্টভাবে কারও নাম বলব না। শুধু বলতে চাই আপনারা ধৈর্য ধরলেই দেখতে পাবেন। এর বাইরে এ বিষয়ে মন্তব্য করতে চাই না।’
সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ক্যাসিনোর জন্য পুলিশ একা দায়ী নয়। সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে র্যাবসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার ওপরও দায় পরে।’ এ বিষয়ে জানতে চাইলে র্যাবপ্রধান বলেন, ‘এটা আসলে আমি জানি না উনি বলেছেন কিনা। উনি একজন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা। ওনার এই ধরনের মন্তব্য করার কথা না আমি যতটুক জানি। আমি ধারণা করব যে উনি এ ধরনের মন্তব্য করেন নাই, তাই এ বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না।’
আমরা সাতটি ম্যান্ডেট নিয়ে কাজ করছি উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, ‘আমাদের সর্বশেষ ম্যান্ডেট হচ্ছে সরকার যখন যা নির্দেশ দিবে তাই করব। সুতরাং সরকার নির্দেশিত না হলে, সাধারণত আমরা ম্যান্ডেটের বাইরে গিয়ে কাজ করি না।’