সাকিবকে দেশে ফিরিয়ে আনছে বিসিবি
ই-বার্তা ডেস্ক।। দরজায় কড়া নারছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯। বাংলাদেশ দলে কারা থাকছেন এ নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, দল প্রায় চূড়ান্ত। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার পালা।
শনিবার হোটেল সোনারগাঁওয়ে বিএসপিএ’র স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ অনুষ্ঠানেই সাকিব আল হাসানকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার কথা বলেন তিনি।
ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরে ছিলেন না সাকিব। সেরে উঠে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলছেন। বিশ্বকাপের আগে তার টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা ভালোভাবে দেখছেন না বিসিবি বস।
ম্যাচ খেলতে না পাওয়ার কারণে সাকিবকে কী দেশে ফিরিয়ে আনা হবে? জবাবে পাপন বলেন, বিশ্বকাপের আগে তাকে টি-টোয়েন্টি খেলতে দিতে আমরা রাজি ছিলাম না। ম্যাচ প্র্যাকটিসের কথা বিবেচনা করেই আইপিএলে খেলার ছাড়পত্র দেয়া। এখন সে যদি ম্যাচই খেলতে না পায় তাহলে সেখানে রেখে লাভ কী? জাতীয় দলের ক্যাম্প শুরু হলে ওকে দেশে ফিরিয়ে আনা হবে।
ই-বার্তা / আরমান হোসেন পার্থ