সাকিব-মুশফিকদের পারফর্মেন্সে হতাশ পাপন
ই-বার্তা ডেস্ক।। মাত্র ২টি টেস্ট খেলার অভিজ্ঞতা নিয়ে একশ’য়ের বেশি টেস্ট খেলা দল বাংলাদেশের সাথে খেলতে নেমেছে আফগানিস্তান। নতুন এই দলের কাছে রীতিমতো নাস্তাবুদ হতে হচ্ছে টাইগারদের।
বিষয়টি টাইগারভক্তদের মত মেনে নিতে পারছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপনও।
রশিদ খানদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স তার মন ভেঙে দিয়েছে। সাংবাদিকদের সে কথাই জানালেন বিসিবি সভাপতি।
ব্যাটিংয়ে মোসাদ্দেক ও তাইজুলের অলরাউন্ড পারফম্যান্স ছাড়া চলমান টেস্টে মনে করার মত তেমন কিছুই করে দেখাতে পারেননি টাইগাররা।
রশিদ খানদের ঘূর্ণিজালে পরাস্থ হয়েছেন একের পর এক ক্রিকেটার। অথচ সব দিক দিয়েই ফেভারিট ছিল সাকিবরা। প্রথম দিন থেকেই চালকের আসনে আফগানরা। চতুর্থদিন তিন দফা বৃষ্টি বাগড়া না দিলে ম্যাচ পঞ্চমদিনে গড়াত কিনা সন্দেহ।
টাইগারদের এমন ব্যর্থতার বিষয়ে ধানমন্ডির কার্যালয়ে রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাজমুল হাসান পাপন হতাশার সুরে বলেন, ‘ভেবেছিলাম চট্টগ্রামে যাব। কিন্তু খেলা দেখে এতটাই হতাশ হয়েছি যে যাওয়ার ইচ্ছাই বাদ দিয়ে দিয়েছি। ’
টাইগারদের পরিকল্পনায় ভুল ছিল মন্তব্য করে তিনি বলেন, ‘পরিকল্পনাতো নিশ্চয়ই ছিল কিন্তু সেটা সঠিক ছিল না বলেই মনে করি। ওদের সঙ্গে বসতে হবে। বুঝতে হবে, কেন এমন হল।’
ক্ষোভ প্রকাশ করে করে পাপন বলেন, ‘আফগানিস্তান যদি ৩০০ করে, আমাদের ৫০০ না করার তো কোনো কারণ নেই। এমন ফ্ল্যাট উইকেটে আমার ধারণা ছিল মুশফিক, সাকিব, রিয়াদ, মুমিনুলরা সেঞ্চুরি করবে। এই উইকেটেই তো সেঞ্চুরি করেছে আফগানিস্তানের ক্রিকেটার। ওরা পারলে আমারা পারব না কেন?’
বাংলাদেশ কেন পারেনি সে ব্যাখ্যাও দিয়েছেন বিসিবি সভাপতি।তিনি বলেন, ‘প্রথম ইনিংস যদি আপনি দেখেন, সেট হয়ে যাওয়ার পর লিটন দাস যে শটটা খেলল, মুমিনুল পঞ্চাশ করার পর একশ’ দেড়শ’ করবে, সে হলো টেস্ট স্পেশালিস্ট, সে যে শটটা খেলল। রিয়াদ যে শটটা খেলল, তাকে টেস্ট খেলা বলে? ওদের এখন কি বুঝাতে হবে, টেস্ট কিভাবে খেলতে হয়।’
ই-বার্তা/সালাউদ্দিন সাজু