সাকিব-মোস্তাফিজ টেস্ট খেলতে চায় না
ডেস্ক রিপোর্ট ।। টেস্টে দেশের বাইরে খেলতে গেলে বাংলাদেশের অসহায়ত্ব ফুটে উঠে প্রখরভাবে। ওয়েস্ট ইন্ডিজ সফরেও হয়েছে তেমনটা। দুই টেস্টে হার ছিল সঙ্গী। প্রথম টেস্টে তো ইনিংস ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। সেই ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন বিস্মিয়কর এক তথ্য। টেস্ট খেলতে চান না সাকিবসহ বেশ কয়েকজন!
শুক্রবার গণমাধ্যমকে বিসিবি সভাপতি জানান, ‘টেস্টের প্রতি আইসিসিরই আগ্রহ নেই। ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া ছাড়া কেউ আগ্রহ দেখায় না। কিন্তু আমাদের দেশে এখন দেখছি আমাদের বেশ কিছু সিনিয়র ক্রিকেটার আছে যারা টেস্ট খেলতে চায় না। যেমন সাকিব টেস্ট খেলতে চায় না। মোস্তাফিজও টেস্ট খেলতে চায় না। তবে বলে না যে খেলবো না কিন্তু এড়িয়ে যেতে চায়। হয়তো ইনজুরি প্রবণ বলেই চায় না।’ এর ব্যাখ্যায় পাপন আরও বলেন, ‘অনেকেই টেস্ট খেলতে চায় না। কারণ টেস্টটা তো অনেক কঠিন।’ওয়েস্ট ইন্ডিজ সফরেই রুবেলকে নিয়ে সরব ছিল বেশ কিছু সংবাদ মাধ্যম। বলা হচ্ছিল টেস্ট খেলতে চান না রুবেল। এ প্রসঙ্গে বিসিবি সভাপতির বক্তব্য, ‘রুবেল অনেক অভিজ্ঞ। সে অনেকদিন সেবা দিয়েছে। হতে পারে টেস্ট ওর জন্যে কঠিন হয়ে যাচ্ছে। তরুণদের থেকে নতুন ক্রিকেটার নিয়ে আসতে হবে। এছাড়া আর কোনও উপায় নাই।’
দলের সার্বিক মূল্যায়ন করতে বললে বিসিবি সভাপতি আরও বলেন, ‘ওয়ানডেতে বাংলাদেশ মোটামুটি এক জায়গায় এসেছে। এর কারণ উপমহাদেশে ওরা ওয়ানডে ভালো খেলে। আসলে বাইরে সেরকম সুযোগ হয় না। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায়, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজে সফর হয় না। এবার একেবারে নতুন তাদের জন্যে। অনেকের খেলার অভিজ্ঞতা নেই। তবে এত খারাপ হওয়ার কথা ছিল না। যেই উইকেটে খেলা হয়েছে আমাদের ওরা অভ্যস্ত না। এখানে চেষ্টা করেছিলাম সেটা হয়নি। কোচও নতুন, শুরুতে হয়তো পরিচিত হওয়া ছাড়া আরও কিছু করার থাকে না।’
ই-বার্তা ।। ডেস্ক