সাতছড়িতে রকেট লঞ্চার ও বিস্ফোরক উদ্ধার

ই- বার্তা ডেস্ক।। হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে আবার অভিযান চালিয়ে ১৩টি রকেট লঞ্চার ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে

শুক্রবার রাতে র‌্যাব ও সেনাবাহীনির একটি দল এই অভিযান চালায় বলে র‌্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল জানান।

তিনি শনিবার বেলা ২টার দিকে বলেন, অভিযানের সময় উদ্যানের ভেতরে গহিন জঙ্গল থেকে ১৩টি রকেট লঞ্চার ও বেশ কিছু বিস্ফোরক পাওয়া গেছে।

গত বছর ৩ ফেব্রুয়ারি ওই বনে অভিযান চালিয়ে ১০টি ট্যাংক বিধ্বংসী রকেট উদ্ধার করে র‌্যাব।

তার আগে ২০১৪ সালের ৩ জুন, ২৯ অগাস্ট, ২ ও ১৭ সেপ্টেম্বর এবং ১৬ অক্টোবর সেখানে পাঁচ দফা অভিযান চালায় র‌্যাব। এর মধ্যে ১৬ সেপ্টেম্বরের অভিযানে ত্রিপুরা পল্লীর একটি বাড়ির ছাগল রাখার ঘরের নিচে একটি বাঙ্কার থেকে ১৪ বস্তা গোলাবারুদ উদ্ধার করা হয়।

এসব অস্ত্র উদ্ধারের ঘটনায় তিনটি মামলা হলেও কোনো আসামির খোঁজ না পেয়ে চুনারুঘাট থানার পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেয়। ২০১৬ সালের ১৫ জুন ওই বনে আরও একবার অভিযান চালানো হলেও তখন কিছু পায়নি র‌্যাব।