সালাহ মানেই গোল উৎসব
ই-বার্তা।। আন্তর্জাতিক বিরতি শেষে মাঠে ফিরেই হোঁচট খেতে বসেছিল লিভারপুল। তবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচের শেষ দিকে মোহামেদ সালাহর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জুর্গেন ক্লপের দল।
শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে লিভারপুল। ১৩ মিনিটে মিলিভোজেভিচের পেনাল্টি গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে সাদিও মানের গোলে সমতায় ফেরে অলরেডরা।
৫৯ মিনিটে কয়েক সেকেন্ডের ব্যবধানে দু’দফায় বেঁচে যায় লিভারপুল। দু’বারই ডি-বক্সে গোল করার মতো পজিশনে বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন বেলজিয়ামের ফরোয়ার্ড ক্রিস্তিয়ান বেনতেকে। ৮৪ মিনিটে জয়সূচক গোলটি করেন সালাহ।
এবারের লিগে মিসরের এই ফরোয়ার্ডের এটা ২৯তম গোল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলেই যা সর্বোচ্চ। লিভারপুলের জার্সিতে অভিষেক মৌসুমে সব মিলিয়ে এরই মধ্যে ৩৭ গোল হয়ে গেছে সালাহর।
আন্তর্জাতিক বিরতির আগে শেষ ম্যাচে করেছিলেন চার গোল। কাল নিজের সেরা ছন্দে না থাকার পরও করলেন জয়সূচক গোল। সালাহ মানেই যেন এখন গোল! এএফপি।