সাহেববাজারে ৩০ কেজি ওজনের কাতল মাছ
ই-বার্তা ডেস্ক।। রাজশাহী শহরের সাহেববাজারে ৩০ কেজি ওজনের একটি কাতল মাছ বিক্রি হয়েছে। শনিবার সকালে মাছটি বিক্রি করতে আসেন এক জেলে।
জেলার গোদাগাড়ী উপজেলার পদ্মা নদী থেকে মাছটি ধরেন স্থানীয় জেলেরা। ওই সময় বাজারে মাছটিকে ঘিরে ক্রেতাসহ উৎসুক জনতার ভিড় জমে।
জানা যায়, মাছবাজারে কাতল মাছটি নিয়ে আসেন তজিমউদ্দিন নামে গোদাগাড়ীর এক জেলে। কেজিপ্রতি এক হাজার টাকা দরে বিক্রির জন্য দাম হাঁকা হয়। ওই সময় মাছটিকে ঘিরে ক্রেতাসহ উৎসুক জনতার ভিড় জমে।
একপর্যায়ে ছয়জন ক্রেতা কেজিপ্রতি ৯০০ টাকা হাঁকেন। তার পরও তিনি মাছটি বিক্রি করেননি। পরে ৯৮০ টাকা কেজিতে মাছটি বিক্রি করেন তিনি।
সাহেব বাজারের মাছ ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, শনিবার ৩০ কেজি ওজনের মাছটি বাজারে আসে। এমন বড় মাছ পাওয়া গেলে সাধারণত ঢাকায় চলে যায়। তবে মাঝে মধ্যে জেলেরা আমাদের এখানেও রুই, কাতলসহ বড় কার্পজাতীয় মাছ নিয়ে আসেন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু