সিরিয়ায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল
ই-বার্তা ডেস্ক।। বুধবার সিরিয়ায় ইরানের কুদস বাহিনীর সামরিক অবস্থানকে লক্ষ্য করে কয়েক ডজন মিসাইল ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
আনাদলু জানায়, আগের দিন সিরিয়া থেকে ইসরায়েলি ভূমিতে রকেট হামলার প্রতিক্রিয়ায় এই বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, দক্ষিণ দামেস্কে সিরিয়া বাহিনী ও ইরানের কুদস বাহিনীর ঘাঁটি, আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল, মারণাস্ত্র অবস্থানের ওপর এই হামলা চালানো হয়েছে।
তবে সিরিয়ার সংবাদ সংস্থা সানা জানায়, ইসরায়েলের নিক্ষিপ্ত মিসাইল আঘাত হানার আগেই সেগুলো ভূপাতিত করা করেছে সিরিয়ার সেনাবাহিনী। ইসরায়েলি হামলায় দুই আবাসিক ভবন ধ্বংস হয়েছে বলে দাবি করেছে সিরিয়া কর্তৃপক্ষ। এতে শিশুসহ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হওয়ার ঘটনা ঘটে।
গত সপ্তাহে গাজায় হামলা চালিয়ে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের এক শীর্ষ কমান্ডারকে সস্ত্রীক হত্যা করে ইসরায়েল। একই সময় সিরিয়ার দামেস্কে সংগঠনটির এক রাজনৈতিক নেতার বাসভবনে হামলা চালানো হয়। এতে ওই নেতার ছেলেসহ দুজন নিহত হয়।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু