সিরিয়ায় ভবনধসে ১১ জন নিহত
ই-বার্তা ডেস্ক।। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে যুদ্ধকালীন সময়ে ক্ষতিগ্রস্ত একটি ভবন ধসে চার শিশুসহ ১১ জন নিহত হয়েছে।
স্থানীয় সময় শনিবার পাঁচতলার ভবনটি ভেঙে পড়ে। এ সময় ভবনের ভেতরে থাকা বেশিরভাগ মানুষ মারা যায়। মাত্র একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।
একটি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভবনটি পূর্ব সালাহউদ্দিনের কাছে অবস্থিত, যা একসময় বিদ্রোহীদের দখলে ছিল।
সিরিয়ার আলেপ্পো শহরটি চার বছর ধরে বিভক্ত ছিল। ২০১২ সালের গ্রীষ্মের শুরু থেকে পশ্চিমাংশ সরকারের নিয়ন্ত্রণে এবং পূর্বাংশ বিদ্রোহীদের দখলে ছিল। ২০১৬ সালে সিরিয়ার সেনাবাহিনী সেখানে মাসব্যাপী আক্রমণ চালিয়ে পুরো শহরটিকে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসে।
সিরিয়ায় প্রায় আট বছর ধরে চলা গৃহযুদ্ধে চার লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং দেশের বিস্তৃত অংশ ধ্বংস হয়ে গেছে।
ই-বার্তা/ মাহারুশ হাসান