সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের প্রস্তুতি সম্পন্ন

ই-বার্তা ডেস্ক ।।  জাতীয় ঐক্যফ্রন্ট আজ বুধবার দুপুরে প্রথমবারের মতো সমাবেশ করতে যাচ্ছে। বেলা দু’টায় সিলেটের রেজিস্ট্রি মাঠে এই সমাবেশ শুরু হবে ।ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন মঙ্গলবার সন্ধ্যায়ই সিলেটে পৌঁছেছেন সহ অন্যান্য নেতারাও ছিলেন।

 

 ড. কামাল হোসেন রাতে নেতা-কর্মীদের নিয়ে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি’র মাজার জিয়ারত করেন । ঐ সময় ড. কামাল জানান, জাতীয় ঐক্য সুষ্ঠু নির্বাচন ও সুশাসন প্রতিষ্ঠার জন্যই  হয়েছে।আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য তুলে ধরা হবে সমাবেশে ।ঐক্যবদ্ধভাবে কাজ করে মানুষের আকাঙ্ক্ষা পূরণের প্রত্যয় ব্যক্ত করেন।

 

ঐক্যফ্রন্টের নেতারা জানিয়েছেন সিলেটের সমাবেশের প্রস্তুতি সম্পন্ন বলে। নেতারা জানান, সমাবেশ হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতেই।আরো জানা যায় এই সমাবেশ থেকে সাত দফা দাবি মেনে নিতে সরকারকে আল্টিমেটাম দেয়া হবে বলে।

 

 

 

 

ই-বার্তা / ডেস্ক