সুদানে সেনাবিরোধী বিক্ষোভে ৭ জন নিহত
ই- বার্তা ডেস্ক।। সুদানে সেনাশাসন বিরোধী মিছিলে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে।
গতকাল রোববার (৩০ জুন) রাজধানী খার্তুমে ও অন্যান্য শহরে চলমান আন্দোলনে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া, আহত হয়েছেন আরও ১৮১ জন। খবর আনাদলু নিউজ এজেন্সির।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সুলাইমান আবদুল জব্বার হতাহতের ঘটনা নিশ্চিত করেন। তিনি জানান, আহতদের মধ্যে ১০ জন সেনা সদস্য। এছাড়া, ২৭ বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়েছেন। সুদানে ডাক্তারদের সংগঠন জানায়, বিক্ষোভকারীদের ওপর টিয়ারগ্যাস ও গুলি ছোড়া হয়েছে।
বিগত মাসখানেক ধরে সুদানে চলমান বিক্ষোভে শ খানেক আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। রাজধানী খার্তুম ছাড়াও গাদারেফ, কাসালা, কাসাম আলজিব্রাসহ বিভিন্ন শহরে এখনো বিক্ষোভ চলছে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম