সুদানে ৩৮ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ই-বার্তা ডেস্ক।। সুদানের রাষ্ট্রীয় নিরাপত্তা প্রসিকিউশন ‘উত্তেজক’ এবং ‘মিথ্যা সংবাদ’ ছড়ানোর অভিযোগে সুদানে ৩৮ জন সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
সুদানের টেলিভিশন চ্যানেল সুদানিয়া২৪ জানিয়েছে, ফৌজদারি অপরাধ আইনের ৬৬, ৬৯ ও ৭৭ এবং সাইবারক্রাইম আইনের ১৭ নাম্বার ধারায় সাংবাদিকদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।
গণমাধ্যমটি আরও বলছে, ওই সাংবাদিকদের বিরুদ্ধে বিক্ষোভের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ আনা হয়েছে।
ই-বার্তা/ মাহারুশ হসান