সুপার ওভারে দিল্লিকে জেতাল রাবাদা
ই-বার্তা ডেস্ক।। কৈশরে পদার্পনকালেই ভারতের নতুন ‘শচীন’ তকমা পেয়েছেন পৃথ্বী’ শ। ভারতের হয়ে অভিষেক টেস্ট ম্যাচে সেঞ্চুরিও পেয়েছেন তিনি। এবার আইপিএলে সেঞ্চুরির দ্বারপ্রান্তে ৯৯ রানে আউট হয়ে হতাশা বাড়িয়েছেন পৃথ্বী।
পৃথ্বীর আউটের পর ম্যাচের মোড় নেয় কলকাতার দিকে। হারের শঙ্কায় পরে দিল্লি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে কলকাতার সমান রান তোলে তারা। পরে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে দুর্দান্ত বোলিং করেন দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার রাবাদা। দিল্লিকে সুপার ওভারে এনে দেন ৩ রানের জয়। দিল্লি শুরুতে ব্যাট করে মাত্র ১০ রান তোলে। পরে রাবাদার মাপা বোলিংয়ে মাত্র ৭ রান করে কলকাতা।
এর আগে শুরুতে ব্যাট করে কলকাতা ১৮৬ রানের টার্গেট দেয় দিল্লিকে। দলের হয়ে দিনেশ কার্তিক করেন ৫০ রান। আন্দে রাসেল খেলেন ২৮ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে তরুণ ভারতীয় ডানহাতি ব্যাটসম্যান পৃথ্বী একাই টেনে নিয়ে যাচ্ছিলেন দলকে। তিনি খেলেন ৫৫ বলে ৯৯ রানের দুর্দান্ত ইনিংস। শ্রেয়াস আয়ার করেন ৪৩ রান। শেষ ওভারে ৬ রান করতে ব্যর্থ হয় দিল্লি। ফলে সমতায় শেষ হয় খেলা।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু