সেই এশাকে বিয়ে করছেন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ

ই-বার্তা ডেস।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সুফিয়া কামাল হল শাখার ছাত্রলীগের সভাপতি ইশরাত জাহান এশাকে বিয়ে করছেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ।

গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সোহাগের পরিবারের সদস্যরা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন। এ সংক্রান্ত একটি ছবি সামাজিক

যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে নিজের বিষয়টি জানান তিনি। ওই ছবি ক্যাপশনে সাইফুর রহমান সোহাগ লিখেন, ‘আমার অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের বিয়ের তারিখ ৫ ফেব্রুয়ারি, ২০২০ ঠিক করে দিয়েছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। Happy New Year.

সেই এশাকে বিয়ে করছেন ছাত্রলীগের সোহাগ

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাবির সুফিয়া কামাল হলে এক ছাত্রীকে পায়ের রগ কেটে দেয়ার অভিযোগ উঠে এশার বিরুদ্ধে। এ নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। পরে এশাকে জুতার মালা পরিয়ে দেন ছাত্রীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাৎক্ষণিক এশাকে বহিষ্কারের ঘোষণা দেন।

পরে ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হয় এশা ওই ছাত্রীর পা কাটেননি। বরং ওই ছাত্রী এশার কক্ষে লাথি মারতে গিয়ে কাচে লেগে পা কেটে যায়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা এশার পক্ষ অবলম্বন করে ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।