সেভেরোদোনেৎস্কের কেমিক্যাল প্ল্যান্টে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া

ই-বার্তা ডেস্ক   ।।  রাশিয়ার গোলার আঘাতে সেভেরোদোনেৎস্কের কেমিক্যাল প্ল্যান্টে আগুন ধরে গেছে।  সেখানে ব্যাপক হামলা চালাচ্ছে রুশ সেনারা। এ ছাড়া শহরটিতে দুই পক্ষের মধ্যে চলছে ভয়াবহ লড়াই।

লুহানস্ক অঞ্চলের গভর্নর সের্হি হাইদাই এ তথ্য জানান। খবর বিবিসির। হাইদাই বলেন, রাশিয়ার ছোড়া গোলার আঘাতে কেমিক্যাল প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া শহরটিতে রুশ সেনাদের সঙ্গে ‘লাগাতার’ লড়াই চলছে। ইউক্রেনের এক টেলিভিশনকে হাইদাই বলেন, আজত প্ল্যান্টে শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত রেডিয়েটরগুলো থেকে ফুটো হয়ে তেল বের হওয়ার কারণে। তিনি বলেন, কয়েক ঘণ্টা ধরে আজত কেমিক্যাল প্ল্যান্টে রুশ সেনারা ব্যাপক গোলা বর্ষণ করছে।

তবে প্ল্যান্টে অগ্নিকাণ্ডের কারণে কোনো হতাহত হয়েছে কিনা সে সম্পর্কে কিছু জানাননি লুহানস্কের গভর্নর।ইউক্রেনের কর্মকর্তারা অনুমান করছেন, ওই কেমিক্যাল প্ল্যান্টের ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে ৮শ’র মতো বেসামরিক নাগরিক লুকিয়ে আছেন। সেভেরোদোনেৎস্ক এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে হাইদাই বলেন, ‘পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, তবে নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।’

রাশিয়া ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে। প্রথমদিকে রুশ সেনারা কিয়েভের কাছাকাছি চলে গেলেও সেখান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়। পরে জানানো হয় পরিবর্তন এসেছে তাদের যুদ্ধের পরিকল্পনায়। জানানো হয়, এখন দক্ষিণ ও পূর্ব ইউক্রেন দখলই মস্কোর অন্যতম লক্ষ্য।

এর পরই এ অঞ্চলে ব্যাপক হামলা চালাতে থাকে রুশ সেনারা। এর মধ্যে বড় ধরনের সাফল্য ধরা দেয় তাদের হাতে। দীর্ঘদিনের চেষ্টার পর বন্দরনগরী মারিওপোল নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় রাশিয়া। এখন দেশটি দোনবাসের লুহানস্কের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে।