সেমিতে প্রতিপক্ষ সেই ভারত
ই-বার্তা ডেস্ক।। গত সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে ও ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশ হারে ৩-১ গোলে। আবারো সেই ভারতের বিপক্ষে সেমি ফাইনালে নামতে হচ্ছে বাংলাদেশ।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের কাছে হেরে সেমিতে ভারতের বিপক্ষেই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে।
উল্লেখ্য, আগামী শনিবার ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে নামবে ৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ হওয়া বাংলাদেশ। আর আগামী বুধবার অপর সেমি-ফাইনালে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হওয়া শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভুটান ও বাংলাদেশকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেরা চারে ওঠা স্বাগতিক নেপাল।
ই-বার্তা/ মাহারুশ হাসান