সৌদিতে নির্যাতনের শিকার হওয়া নারীরা অভিযোগ করেন নাঃ পররাষ্ট্রমন্ত্রী
ই- বার্তা ডেস্ক।। সৌদি আরবে নির্যাতনের শিকার হওয়া নারীরা অভিযোগ করেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সৌদি আরবে নারীকর্মী পাঠানো বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবে নারীকর্মী পাঠানো বন্ধের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এটা নিয়ে আমরা একটা ঝামেলার মধ্যে আছি।
তিনি বলেন, সৌদি আরবে ২ লাখ ৭০ হাজার বাংলাদেশি নারী কর্মরত রয়েছেন। এর মধ্যে ৮ হাজার নারী ফিরে এসেছেন। আরও ৫৩ জন নারীকর্মীর মরদেহ দেশে এসেছে। তবে তাদের মধ্যে কে কে আত্মহত্যা করেছেন তা আমরা জানি না।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সৌদি আরবে নারীরা যাক, সেটা রিক্রুটিং এজেন্সি চায় না। কেননা নারীরা গেলে তাদের মাধ্যমেই নিকটাত্মীয়রা সৌদি আরব যেতে পারেন। এর ফলে রিক্রুটিং এজেন্সির ব্যবসা হয় না। তাই তারা নারীদের যাওয়ার বিপক্ষে। ড. মোমেন বলেন, সৌদি আরবে নারীকর্মীদের জন্য ২৪ ঘণ্টার হটলাইন খোলা রয়েছে। তারা যে কোনো সময় অভিযোগ জানাতে পারেন।