সৌদি আরবকে রক্ষায় মার্কিন প্রচেষ্টা অব্যহত থাকবেঃ মাইক পম্পেও
ই-বার্তা ডেস্ক।। সৌদি আরবের দু’টি তেল স্থাপনায় ড্রোন হামলার ঘটনায় মার্কিন সরকার ইরানকে দায়ী করার পর শেষ পর্যন্ত তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি পারস্য উপসাগরে আরও সৈন্য পাঠানোর ঘোষণা দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। তিনি গত শুক্রবার এ নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে বলেছেন, এটি হবে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে সবচেয়ে কঠিন ও সর্বোচ্চ নিষেধাজ্ঞা।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে বলেছেন, “ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত থাকবে যাতে তেহরানকে চরম মূল্য দিতে হয়।” মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার সৌদি তেল স্থাপনায় হামলার জন্য ইরানকে অভিযুক্ত করে বলেছেন, “সৌদি আরবকে রক্ষার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প পশ্চিম এশিয়ায় আরও বেশি মার্কিন সেনা পাঠাতে সম্মত হয়েছে।”
বিভিন্ন খবরে জানা গেছে, ক্ষেপণাস্ত্র হামলা থেকে সৌদি আরবকে রক্ষার জন্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিষয়ক বিশেষজ্ঞ টিম সৌদি আরবে পাঠানো হয়েছে। এ ছাড়া, সৌদি আরবের পানি সীমায় টহল দেয়ার জন্য আরো একটি জাহাজ বিধ্বংসী জাহাজ পাঠিয়েছে আমেরিকা।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু