সৌদি আরব ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছেঃ মোদি
ই-বার্তা ডেস্ক।। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, সৌদি আরব ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। ভারত সফরে আসা সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী আদিল আল জুবায়েরের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা নিরসনে সৌদি যুবরাজের ‘বিশেষ বার্তা’ নিয়ে দেশ দুটি সফর করছেন জুবায়ের।
সোমবার সৌদি উপপররাষ্ট্রমন্ত্রীর ৬ ঘণ্টার দিল্লি সফরে পাক-ভারত বিষয় ছাড়াও ভারতের সঙ্গে বাণিজ্যিক চুক্তির বিষয়টিও গুরুত্ব পেয়েছে। পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও আলাদাভাবে বৈঠক করেছেন সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী।
সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে সৌদি আরব ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা এবং তা উন্নয়নের ব্যাপারে কথা বলেছেন আদিল আল জুবায়ের।
ই-বার্তা/ মাহারুশ হাসান