স্বাস্থ্যখাতে ২০ হাজার লোক নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
ই- বার্তা ডেস্ক।। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্যখাতে অতি দ্রুত ২০ হাজার লোক নিয়োগ দেয়া হবে।
আজ শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন জেলা শাখার আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এছাড়া দেশের প্রতিটি জেলায় অতি দ্রুত ১০ বেডের কিডনি ডায়ালাইসিস ইউনিট করা হবে বলেও জানান মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ৮ ডিসেম্বর সাড়ে ৪ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। টিকাদান কর্মসূচিসহ স্বাস্থ্যখাতে নানা উন্নয়নের কারণে প্রতি বছর অন্তত এক লাখ শিশুর জীবন রক্ষা পাচ্ছে। সারা দেশে হেলথ অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ানসহ স্বাস্থ্যখাতে অতি দ্রুত ২০ হাজার লোক নিয়োগ দেয়া হবে।