স্মার্টফোনে কখন চার্জ দেবেন!
ই- বার্তা ডেস্ক।। ইচ্ছে হলেই স্মার্টফোন চার্জ দেয়া যাবে না। স্মার্টফোন চার্জ দেয়া কিছু নিয়ম রয়েছে। নিয়ম মেনে স্মার্টফোন চার্জ দিলে অনেক দিন ব্যাটারি ভালো থাকবে।
হাতের স্মার্টফোনের সঙ্গেই কাটে আমাদের দিনের বেশির ভাগ সময়। তাই ফোন যেন ভালো থাকে সেই ব্যবস্থা করতে হবে।ফোনটি সচল রাখতে ব্যাটারিতে সচেতনভাবে চার্জ দিতে হয়।নিয়ম মেনে স্মার্টফোন চার্জ দিলে দীর্ঘ দিন নিশ্চিন্তে ব্যবহার করা যায় ।
টেক বিশেষজ্ঞদের মতে, ফোনের ব্যাটারির চার্জ কমে ৫০শতাংশ হওয়ার আগে ফোন চার্জে দেয়া যাবে না। আর কমপক্ষে ২০শতাংশ চার্জ থাকা অবস্থায় রিচার্জ করে নিতে হবে।
স্মার্ট ফোন কখনও শতভাগ রিচার্জ করা উচিত নয়। আর চার্জ হয়ে গেলে চার্জার খুলে নিতে হবে। আর মাসে একবার ব্যাটারি পুরোপুরি ডিসচার্জ করতে হবে। ফোনের চার্জ শেষ হয়ে ফোন বন্ধ হয়ে যাওয়ার পর রিচার্জ করে নিতে হবে।
যত্ন নিয়ে ফোন ব্যবহার করলে দীর্ঘদিন ভালো থাকবে।