সড়কে দুই ভাইয়ের গুলিবৃদ্ধ লাশ
ই-বার্তা ডেস্ক ।। কক্সবাজারের উখিয়ায় দুই ইয়াবা কারবারির মধ্যে গোলাগুলিতে দুই ভাই নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৯ হাজার ৬ পিস ইয়াবা, ২টি দেশি এলজি ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে উখিয়ার পালংখালীতে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহতরা চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। ইয়াবা বিক্রির টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে ‘গোলাগুলিতে’ নিহত হয়েছেন।
এদিকে স্থানীয়দের দাবি, নিহত ওই দু’ভাইসহ অপর এক যুবককে আইন শৃঙ্খলাবাহিনীর লোক পরিচয়ে তিনদিন (১২ মার্চ) আগে তুলে নিয়ে যাওয়া হয়।
নিহত মোস্তাক আহমদ (৩৮) ও মোক্তার আহমদ (৪২) কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালি গ্রামের জেবর মল্লিকের ছেলে।
উখিয়া থানা পুলিশের ওসি আবুল খায়ের জানান, উখিয়ার পালংখালীতে ভোরে দু’ইয়াবা কারবারি গ্রুপের মধ্যে গোলাগুলি চলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৯ হাজার ৬ পিস ইয়াবা, ২টি দেশীয় তৈরি এলজি ও ৪ রাউন্ড গুলি ও দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেয়ার পথে আহতরা মারা যায়। পরে স্থানীয়দের সহায়তায় নিহতদের শনাক্ত করা হয়।
নিহতরা পুলিশের তালিকাভুক্ত ইয়াবা কারবারি দাবি করে ওসি আরও বলেন, মরদেহ ২টি ময়নাতদন্তেরর জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেবে।
ই-বার্তা / তামান্না আলী প্রিয়া