সড়ক অবরোধ করে আন্দোলনে রিক্সাচালকরা
ই-বার্তা ডেস্ক।। রাজধানীর মূল সড়কে রিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রিকশাচালকরা। সোমবার সকাল ৭টা থেকে তারা বিক্ষোভ শুরু করেন।
মালিবাগ, সায়েদাবাদ, মুগদা, মানিকনগর, মান্ডাসহ রাজধানীর বেশ কয়েকটি এলাকার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন রিকশাচালকরা। রিকশার চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে বিভিন্ন স্লোগান দেন তারা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন রিকশা মালিকরাও।
বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরে যেতে বললেও তারা সরে যায়নি। তাদেরকে সরাতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রাজধানীর কুড়িল থেকে খিলগাঁও, রামপুরা হয়ে সায়দাবাদ এবং গাবতলী থেকে আসাদগেট মিরপুর রোড হয়ে আজিমপুর ও সাইন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত সড়কে রিকশাসহ অন্য সব অবৈধ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ৭ জুলাই থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়।
নিষেধাজ্ঞার পরদিনই এই আন্দোলনে নামলেন রিক্সা চালক-মালিকরা ।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু