হতাহত যাত্রীদের স্বজনদের নিয়ে নেপালের যাচ্ছে বিশেষ ফ্লাইট
সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা একেএম রেজাউল করিম জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটে ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। ওই ফ্লাইটে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও সরকারের প্রতিনিধিরাও গেছেন।
উল্লেখ্য, সোমবার নেপালের কাঠমুন্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউএস বাংলার একটি বিমান। এ বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৫০ জন নিহত হয়েছেন। ইউএস বাংলার ওই বিমানে ৬৭ জন যাত্রী এবং ৪জন ক্রু ছিলেন।