হাতিরঝিলে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ই- বার্তা ডেস্ক।। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ আন্তঃজেলা সংঘবদ্ধ মাদক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে।
গত শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মো. জাকির হোসেন। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সুত্র থেকে জানা গেছে, ডিবির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. রফিকুল আলমের নেতৃত্বে ডিবি-দক্ষিণ বিভাগের ‘গাড়ি চুরি/ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিম’ হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার ৩৬ : মাদক সেবন ও বিক্রির অপরাধে ৩৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপি বিভিন্ন থানা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৪টি মামলা হয়েছে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম