হার দিয়ে নক আউট পর্ব শুরু জুভেন্টাসের
ই-বার্তা ডেস্ক।। শেষ ষোলোর প্রথম লেগে বুধবার রাতে ওয়ান্ডা মেট্রোপলিটানোতে আতিথ্য নেয় জুভেন্টাস। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে উঠেছিল খেলা। তবে গোলমুখ খুলছিল না। অবশেষে শেষদিকে গোল পায় অ্যাটলেটিকো মাদ্রিদ। তাতে পরাজয় বরণ করতে হলো জুভেন্টাসকে।
হোসে মারিয়া হিমেনেস ও ডিয়েগো গডিনের গোলে জুভদের ২-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে এগিয়ে গেল মাদ্রিদের দলটি। শুরুটা ভালোই করেছিল অতিথিরা। প্রথম ২৮ মিনিট আধিপত্য বিস্তার করে খেলে রোনালদোর দল। একাধিক সুযোগও পায়। তবে সেসব কাজে লাগাতে পারেনি তুরিনের বুড়িরা। এরপর বেশ ক’টি সুযোগ পায় অ্যাটলেটিকোও। তারাও সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। ফলে প্রথমার্ধ গোলশূন্য থেকে বিরতিতে যায় দু’দল।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ-পাল্টা আক্রমণ অব্যাহত থাকে। তবে কাঙ্ক্ষিত সাফল্য কেউ পাচ্ছিল না। ৭০ মিনিটে অবশ্য হেডে নিশানাভেদ করেন আলভারো মোরাতা। ফাউলের বাশি বাজিয়ে গোল বাতিল করে রেফারি।
অবশেষে অপেক্ষার পালা শেষ হয় ৭৮ মিনিটে। হিমেনেসর অসাধারণ এক গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। এগিয়ে গিয়ে আরো আত্মবিশ্বাসী হয়ে ওঠে স্বাগতিকরা। সেই ধারাবাহিকতায় ৮৩ মিনিটে ফাউল করে বসে জুভেন্টাস ডিফেন্ডার। সুযোগটি দারুণভাবে কাজে লাগিয়ে গ্রিজম্যানের নেওয়া ফ্রি কিক থেকে গোল করেন গডিন।
শেষদিকে মূল্যবান অ্যাওয়ে গোল নিয়ে ফিরে আসার সুযোগ পান সিআর সেভেন। তবে সতীর্থের গোলমুখ বরাবর উঁচু করে বাড়ানো বলে ঠিকমতো মাথা ছোঁয়াতে পারেননি তিনি। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় ইতালি চ্যাম্পিয়নদের। আসছে ১২ মার্চ ফিরতি পর্বে নিজ দূর্গে খেলতে নামবে তুরিনের ওল্ড লেডিরা।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু