হাসপাতালের ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার
ই-বার্তা ।। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের ডাস্টবিন থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া এক জীবিত ছেলে নবজাতক উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের ডাস্টবিন থেকে বাবু নামে এক অ্যাম্বুলেন্স চালক নবজাতকটি উদ্ধার করেন। বর্তমানে নবজাতকটি হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে।
অ্যাম্বুলেন্স চালক বাবু জানান, রাতে হাসপাতালের ভেতরের লাশকাটা ঘরের সামনে শিশুর কান্নার শব্দ শুনতে পান তিনি। এ সময় এগিয়ে ডাস্টবিনের কাছে গিয়ে দেখতে পান নবজাতকটি পড়ে রয়েছে। পরে নবজাতকটিকে ডাস্টবিন থেকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করেন।
জেলা সদর হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. ইকবাল হোসেন বলেন, ছেলে নবজাতকটি এখন সুস্থ আছে। তারপরও যেহেতু ডাস্টবিনে ছিল তাই জীবাণু ছড়িয়েছে কিনা সেটি পর্যবেক্ষণ করা হচ্ছে।
নবজাতকটি পুরোপুরি সুস্থ হওয়ার পর সরকারি বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন।