হাসপাতালে ভর্তি আছেন অমিতাভ বচ্চন
ই- বার্তা ডেস্ক।। ‘বলিউড শাহেনশা’ অমিতাভ বচ্চন তিন দিন ধরে হাসপাতালে ভর্তি আছেন।
গত মঙ্গলবার রাত ২টার দিকে লিভারের সমস্যায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
সুত্র থেকে জানা গেছে, অমিতাভ বচ্চনকে আইসিইউ-তে রাখা না হলেও অত্যন্ত সাবধানতার সঙ্গে তার চিকিৎসা চলছে। বলিউড সুপারস্টার হাসপাতালের যে কেবিনে রয়েছেন, সেটিকে জীবনামুক্ত করে রাখা হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, অমিতাভ বচ্চনের অবস্থা স্থিতিশীল। তাকে কড়া পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে।
তবে তার অসুস্থতার খবর বচ্চন পরিবারের পক্ষ থেকে প্রকাশ্যে আনা হয়নি। অনেকেই বলছেন, অমিতাভ বচ্চনের হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি ভুয়া। রুটিন চেকআপের জন্যই হাসপাতালে গিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, ১৯৮২ সালে একটি দুর্ঘটনার পর থেকে বিগত ২০ বছর ধরে লিভারের ৭৫ শতাংশ অকার্যকর রয়েছে। কিছুদিন আগে অভিনেতা জানিয়েছেন, ২০০০ সালে টিউবারকিউলোসিস-এর চিকিৎসা হয়েছিল তার। তিনি জানতেন না, তারও ৮ বছর আগে থেকে সেই রোগ তার শরীরে বাসা বেঁধেছিল। এর পর হেপাটাইটিস-বি ভাইরাসেও আক্রান্ত হন অমিতাভ। দফায় দফায় চিকিৎসা এবং নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণের মধ্যে থাকতে হয়েছে তাকে।