হ্যাটট্রিক করলেই রাশিয়ায় জমি পাবেন নেইমার
ই-বার্তা।। রাশিয়া বিশ্বকাপে এখনও ব্রাজিলিয়ান তারকা নেইমার নিজের সেরাটা মেলে ধরতে পারেননি। এবারের আসরে খেলা চার ম্যাচের মধ্যে মেক্সিকোর বিপক্ষেই সবচেয়ে ভালো খেলেন পিএসজির এই ফরোয়ার্ড। দলকে এগিয়ে নেওয়ার পর রবের্ত ফিরমিনোর ব্যবধান দ্বিগুণ করা গোলেও অবদান রাখেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়।
তবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ শুক্রবার রাতে বেলজিয়ামের বিপক্ষে হ্যাটট্রিক করতে পারলে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে রাশিয়ার কাজান শহরে জমি পুরস্কার দেওয়ার হবে বলে ঘোষণা এসেছে।
এই ঘোষণা দিয়ে কাজানের মেয়র আইলসুর ম্যাস্তিন সংবাদমাধ্যমকে বলেন, আমরা বিশেষ কিছু আবিষ্কার করতে চাই। সেক্ষেত্রে পিএসজি তারকা নেইমার যদি বেলজিয়ামের সঙ্গে হ্যাটট্রিক করেন, তবে তিনি আমাদের কাছ থেকে এক টুকুরো জমি পাবেন। রাশিয়া বিশ্বকাপে চার ম্যাচ খেলে মাত্র দুটি গোল পেয়েছেন নেইমার।
আজ শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় কাজান অ্যারেনায় কোয়ার্টান ফাইনাল ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে ব্রাজিল।